মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।
মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, হাসপাতালে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
হাসপাতালে নিয়োগ হবে অবসরপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার (পূর্বতন ওয়ার্ড মাস্টার) পদে। শূন্যপদের সংখ্যা চার। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। তাঁদের পারিশ্রমিক হবে মাসে ১৪,০০০ টাকা।
ফেসিলিটি ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। প্রয়োজন শারীরিক সক্ষমতাও।
আগামী ১৫ অক্টোবর মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সকাল সাড়ে ১১টা নাগাদ নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।