কালিম্পং কলেজ। ছবি: সংগৃহীত।
নেপালি ভাষা ও সাহিত্যে স্নাতক স্তরের কোর্স করাবে কালিম্পং কলেজ। বিষয়টি ব্যাচেলর অফ আর্টস (বিএ) ডিগ্রি কোর্সের অধীনে পড়ার সুযোগ থাকছে। মেজর কিংবা মাইনর— দু’ভাবেই স্নাতক স্তরে ভর্তি নেবে কলেজ।
কালিম্পং কলেজে নেপালি ছাড়াও ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, হিসাবশাস্ত্র, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা এবং বিজ়নেস ম্যানেজমেন্ট বিষয়গুলিও স্নাতক স্তরে পড়ানো হয়। চলতি শিক্ষাবর্ষে এই সমস্ত কোর্সেও ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে।
ভর্তি হওয়ার পর চার বছরের স্নাতকস্তরের কোর্স ছাড়াও ডিপ্লোমা বা তিন বছরের ইউজি কোর্স করতে পারবেন। বিভিন্ন বিষয়ের নিরিখে কোর্স ফি হিসাবে ৫,৮০০ টাকা থেকে ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।
আগ্রহীরা ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির জন্য আবেদন জমা দিতে পারবেন। ১৬ এবং ১৮ অক্টোবর মেধাতালিকা প্রকাশ করা হবে। কালিম্পং কলেজের ওয়েবসাইট মারফত আবেদন গ্রহণ করা হবে।