মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার নিয়ে পড়ার সুযোগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল মারফত স্নাতকে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও আসন খালি রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তাই নতুন করে বিশ্ববিদ্যালয়গুলি স্নাতকে ভর্তির আবেদন গ্রহণ করা শুরু করেছে।
রেশমপোকার চাষাবাদের খুঁটিনাটি স্নাতক স্তরের পড়ার সুযোগ দেবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে উল্লিখিত বিষয়ে ১৮ জনকে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণেরা উল্লিখিত বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাঁদের উচ্চ মাধ্যমিকে অন্তত ৪৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা আবশ্যিক।
উল্লিখিত বিষয়টি ছাড়াও বাংলা, ইংরেজি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শারীরশিক্ষা, সংস্কৃত, সাঁওতালি, এডুকেশন, সোশিয়োলজি, ট্যুরিজ়ম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট — এই সমস্ত বিভাগেও স্নাতক স্তরের কোর্সে ভর্তি নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে চার বছরের স্নাতক ডিগ্রির পাশাপাশি, তিন বছরের ডিগ্রি কোর্স, দু’বছরের ডিপ্লোমা কিংবা এক বছরের ইউজি সার্টিফিকেট অর্জনের সুযোগ দেওয়া হবে। কলা শাখার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আটটি সেমেস্টার ফি হিসাবে মোট ১৬,৭০০ টাকা ধার্য করা হয়েছে।
বিজ্ঞান শাখার সমস্ত বিষয়ের আটটি সেমেস্টার ফি হিসাবে ২০,৭০০ টাকা ধার্য করা হলেও, গণিতের জন্য ওই ফি ১৭ হাজার টাকা। তবে, পরীক্ষার সময় ফি হিসাবে ৪০০ টাকা দিতে হবে।
আগ্রহীরা অনলাইনে ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। ১৯ অক্টোবর প্রথম এবং ২ নভেম্বর দ্বিতীয় ‘প্রভিশনাল মেরিট লিস্ট’ প্রকাশিত হবে। ওই তালিকার ভিত্তিতে ২৪-২৮ অক্টোবর এবং ২-৪ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে।