NEET UG 2025

এমবিবিএস-এ বৃদ্ধি পেল আসন, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে রয়েছে কত?

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) তরফে এমবিবিএস-এর জন্য মোট ১,২৬,৬০০ টি আসন বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:৩১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এমবিবিএস-এ আসন বৃদ্ধি করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজ মিলিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ১২৬,৬০০ টি আসন বর্তমানে ওই বিষয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যা ছিল ১,১৭,৭৫০। চলতি বছরে আরও ৯,০৭৫টি আসন বৃদ্ধি করেছে এনএমসি।

Advertisement

উল্লেখ্য, বর্তমানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্‌স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন-এর (নিট ইউজি) কাউন্সেলিং চলছে। কাউন্সেলিং-এ প্রার্থীরা নিজেদের পছন্দের মেডিক্যাল কলেজ বেছে নেওয়ার সুযোগ পাবেন।

রাজ্যের ৪০টি সরকারি, বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো হয়। এর মধ্যে আরজি কর, নীলরতন সরকার, আইপিজিএমইআর কলকাতা, মেডিক্যাল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ২৫০টি করে আসন বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ১০০ থেকে ২০০টি আসন রয়েছে।

Advertisement

চলতি শিক্ষাবর্ষ থেকে কোচবিহার গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ, রামপুরহাট গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ এবং জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ৫০টি করে আসন বৃদ্ধি করা হয়েছে।

সোমবার পর্যন্ত মেডিক্যাল কাউন্সেলিং কমিটি নিট ইউজি-র তৃতীয় পর্বে কাউন্সেলিং-এ ‘চয়েজ় ফিলিং’-এর সুযোগ থাকছে। ১৫ অক্টোবরের মধ্যে তৃতীয় পর্বে আবেদনকারীরা কোথায় ভর্তি হতে পারবেন তা জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement