WBCSSC Group D Recruitment 2025

স্কুলগুলিতে পাঁচ হাজারের বেশি শূন্যপদে গ্রুপ-ডি কর্মী প্রয়োজন, মাধ্যমিক পাশ করলেই সুযোগ!

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে ২০২৫-এর স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট-এর (এসএলএসটি) মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৫:৫৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের স্কুলগুলিতে পাঁচ হাজারের বেশি পদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। এ ছাড়াও গ্রুপ-সি বিভাগের ক্লার্ক পদেও কর্মখালি রয়েছে। গ্রুপ সি-র শূন্যপদ ২,৯৮৯। গ্রুপ ডি-র শূন্যপদের সংখ্যা ৫,৪৮৮।

Advertisement

স্কুল সার্ভিস কমিশনের তরফে উল্লিখিত পদে কারা আবেদন করতে পারবেন, তার বিশদ তথ্য জানানো হয়েছে। সেই অনুযায়ী, গ্রুপ সি-র ক্লার্ক পদে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করা হবে। গ্রুপ-ডি পদে অষ্টম শ্রেণি উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

রাজ্যের সরকারি এবং সরকারপোষিত স্কুলগুলিতে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। স্কুল সার্ভিস কমিশন সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেবে। এর পর কমিশনের তরফে ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। ওই তালিকার মেয়াদ প্রথম কাউন্সেলিং থেকে প্রথমে এক বছর ও পরে প্রয়োজন অনুযায়ী আরও ছ’মাস অর্থাৎ মোট দেড় বছর পর্যন্ত থাকবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারফত, ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে সাধারণ প্রার্থীদের ৪০০ টাকা এবং তফসিলি জাতি, তফসিলি জনজাতির প্রার্থীদের ১৫০ টাকা ধার্য করা হয়েছে। পরীক্ষা কবে হবে, তা কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement