সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
ইনফরমেশন টেকনোলজি-র বিশেষজ্ঞদের নিয়োগ করবে সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। আইসিএআর-এর ব্যারাকপুরের দফতরে তরফে ইয়ং প্রফেশনাল হিসাবে এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। শূন্যপদ একটি।
সংস্থার সফট্ওয়্যার, হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান এবং স্থানীয় নেটওয়ার্ক-এর রক্ষণাবেক্ষণের কাজে ইয়ং প্রফেশনাল হিসাবে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। তাই কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার গ্রাফিক্স, সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক।
তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকেরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শুধুমাত্র তিন বছর আইটি বিশেষজ্ঞ হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তা হলেই সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজে নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নিযুক্তকে ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এ কাজ করতে হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর। আগামী ২২ অক্টোবর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ব্যারাকপুরের দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। নিযুক্তের কর্মস্থল সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের ব্যারাকপুরের দফতরে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (cifri.res.in) গিয়ে কাজের নিয়ম ধরন সম্পর্কে দেখে নিতে পারেন।