— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডিজিটাল যুগে পড়াশোনা করতে করতেই কাজ শেখার প্রতি আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। বিভিন্ন বিষয় নিয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শেষ করার পর কোন ক্ষেত্রে কেমন কাজের দক্ষতা প্রয়োজন, তা-ও তাঁরা ইন্টার্নশিপের মাধ্যমে জেনে নেওয়ার সুযোগ পেতে পারেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বরের তরফে এমনই একটি ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান শাখায় স্নাতক হয়েছেন, এমন পড়ুয়ারা ওই ইন্টার্নশিপে যোগ দিতে পারবেন।
আইআইটি ভুবনেশ্বরের তরফে স্কুল অফ বেসিক সায়েন্সেস, আর্থ, ওশান অ্যান্ড ক্লাইমেট সায়েন্সেস, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্সেস, ইনফ্রাস্ট্রাকচার, মেকানিক্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ়, সোশ্যাল সায়েন্সেস, ম্যানেজমেন্ট, মিনারেলস, মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিষয়ের খুঁটিনাটি শেখানো হবে। উল্লিখিত বিষয় নিয়ে পড়াশোনা শেষে কাজের ক্ষেত্রে কেমন সুযোগ রয়েছে, চাকরির চাহিদা কতটা— এই সমস্ত বিষয় ইন্টার্নশিপের মাধ্যমে শেখানো হবে।
তিন থেকে চার সপ্তাহের মধ্যে ইন্টার্নশিপের প্রশিক্ষণ সম্পূর্ণ হবে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ৬ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। কবে থেকে ইন্টার্নশিপ শুরু হবে, তা প্রার্থীদের ই-মেল মারফত জানিয়ে দেবে আইআইটি ভুবনেশ্বর।