আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। মাইক্রোবায়োলজি বিভাগে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ-এর অর্থপুষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। ওই পদে মাইক্রোবায়োলজি, ভায়রোলজি, মলিকিউলার বায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তের ডেটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁকে প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে তাঁর কাজ চলবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ অক্টোবর। বাছাই করা প্রার্থীদের ১ নভেম্বর ইন্টারভিউয়ের জন্য হাসপাতালে পৌঁছে যেতে হবে।