ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। নিজস্ব চিত্র।
ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)— সকলেই চাকরির সুযোগ পাবেন আইআইইএসটি, শিবপুরে। ওই প্রতিষ্ঠানে প্রফেশনাল ট্রেনি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি।
ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেনশন টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের উল্লিখিত পদে অন্তত দু’বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছেন, এমন ব্যক্তিদের প্রফেশনাল ট্রেনি পদে নিয়োগ করা হবে। তবে, যাঁরা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএইআই) থেকে স্নাতক ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট অর্জন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন ২২ অক্টোবর পর্যন্ত করার সুযোগ রয়েছে।