কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ এডুকেশন বিভাগের নানা বিষয় পিএইচডি-তে ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য পড়ুয়াদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, স্টেট এলিজিবিলিটি টেস্ট, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
ইন্টারভিউয়ের মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২৫ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।