Madrasa teacher recruitment panel 2025

দু’বছর পর প্রকাশিত হল মাদ্রাসা শিক্ষক নিয়োগের আংশিক প্যানেল, নাম রয়েছে ৩০২ প্রার্থীর

বুধবার বিকেলে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করে উত্তীর্ণের তালিকা। তবে সব বিষয়ের ফল প্রকাশিত হয়নি। মোট ২৭টি বিষয়ে পরীক্ষা ও ইন্টারভিউ গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রথম পর্যায়ে ফল প্রকাশ করা হয়েছে ১৭টি বিষয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২
Share:

প্রতীকী চিত্র।

দু’বছর পর নিয়োগ মাদ্রাসায়। এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্যানেল।

Advertisement

মাদ্রাসা শূন্যপদের সংখ্যা ছিল ১৭২৯। প্রথম দফার এই প্যানেলে চাকরির সুপারিশ পেতে চলেছে ৩০২ জন। ২০২৩-এ সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা গ্রহণ করা হয় ২০২৪-এ। তারপর ফলপ্রকাশ করা হয়। সম্পন্ন হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়াও। কিন্তু চাকরি হয়নি।

অবশেষে প্রকাশ করা হল সেই তালিকা। বুধবার বিকেলে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করে উত্তীর্ণের তালিকা। তবে সব বিষয়ের ফল প্রকাশিত হয়নি। মোট ২৭টি বিষয়ে পরীক্ষা ও ইন্টারভিউ গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রথম পর্যায়ে ফল প্রকাশ করা হয়েছে ১৭টি বিষয়ে। অল বেঙ্গল আরবিক ফেডারেশন-এর সদস্য ও চাকরিপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার যে প্যানেল প্রকাশ করা হয়েছে, তা আংশিক। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাড়াও, স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের লিখিত পরীক্ষা নিয়েছিল। যার ইন্টারভিউ এখন‌ও পর্যন্ত শুরু হয়নি। আমরা চাই যাতে দ্রুত ইন্টারভিউ ও সমস্ত বিষয়ের ফল প্যানেল প্রকাশ করা হোক।”

Advertisement

নবম দশমে ৮১১টি পদের জন্য ৯৮,২১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ২৬২টি পদের জন্য ৩৯৭৬১ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। ইন্টারভিউয়ে ডাক পেয়েছিল ১৭৪০ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement