Admission 2026

হেরিটেজ অ্যান্ড টুরিজ়ম ম্যানেজমেন্ট পড়বেন? সুযোগ দিচ্ছে ম্যাকাউট

‘হেরিটেজ অ্যান্ড টুরিজ়ম ম্যানেজমেন্ট’ নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্স। এটি এক বছরের কোর্স। বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:০৪
Share:

ম্যাকাউট। ছবি: সংগৃহীত।

রাজ্যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট, পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি) দিচ্ছে স্নাতকোত্তর ডিপ্লোমার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

‘হেরিটেজ অ্যান্ড টুরিজ়ম ম্যানেজমেন্ট’ নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্স। এটি এক বছরের কোর্স। বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের কো-অর্ডিনেটর অরবিন্দ সিংহ রায় জানিয়েছেন, মূলত নতুনদের কথা ভেবেই এই কোর্স। পড়ুয়ারা কী ভাবে ‘সার্ট-আপ’ তৈরি করতে পারবে, পর্যটন নিয়ে পেশা নির্বাচনের ক্ষেত্রেও কোন কোন বিষয়ে নজর দেওয়া প্রয়োজন, সেই সবই শেখানো হবে এই কোর্সে। আবেদন করতে পারবেন যে কোনও বিভাগের পড়ুয়ারাই। তবে, সে ক্ষেত্রে তাঁদের স্নাতক যোগ্যতা থাকা চাই। আবেদনপ্রক্রিয়া সম্পন্নের পরে বিশ্ববিদ্যালয়ের তরফে স্ক্রিনিং পরীক্ষা হবে। সেখানে উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

আগ্রহী প্রার্থীদের ম্যাকাউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া ‘গুগল ফর্ম’-এ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ম্যাকাউটের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement