প্রতীকী চিত্র।
মেডিক্যাল স্নাতকে ভর্তির কাউন্সেলিংয়ের সূচি সংশোধন করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নির্ধারিত ওয়েবসাইটে। কাউন্সেলিংয়ে এ বছর যাঁরা নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডার গ্র্যাজুয়েশন) উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তাঁরাই নাম নথিভুক্ত করতে পারবেন।
এ বছর দেশজুড়ে ৪ মে নিট ইউজি-র আয়োজন করা হয়। এর পর ফল ঘোষণা করা হয় ১৪ জুন। ফলাফলের ভিত্তিতেই এ বার দেশের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে কাউন্সেলিংয়ের মাধ্যমে উত্তীর্ণদের ভর্তি নেওয়া হবে। এ জন্য গত মাসেই দিনক্ষণ ঘোষণা করেছিল এমসিসি। এর পর চলতি সপ্তাহে হঠাৎই কোনও কারণ ছাড়া পছন্দের কলেজ বাছাই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মেডিক্যাল পড়ুয়াদের বিভ্রান্তিতে পড়তে হয়।
নয়া বিজ্ঞপ্তিতে এমসিসি জানিয়েছে, কাউন্সেলিংয়ের অল ইন্ডিয়া কোটা (এআইকিউ) (১৫ শতাংশ আসন), স্টেট কোটা (৮৫ শতাংশ আসন), দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিমড বিশ্ববিদ্যালয়, এমস, জিপমার, ইএসআইসি-র মতো প্রতিষ্ঠানের জন্য কাউন্সেলিং সূচি পরিবর্তন করা হবে। এর মাধ্যমে এমবিবিএস, বিডিএস এবং স্নাতকস্তরের অন্য কোর্সে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন।
এআইকিউ-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলিতে মেডিক্যাল পড়ুয়াদের আসন বরাদ্দের ফল ঘোষণার কথা ছিল গত ৬ অগস্ট। যা এখন পিছিয়ে ৯ অগস্ট করা হয়েছে। এ দিকে দেশের বিভিন্ন রাজ্যে আসন বরাদ্দের ফল আগেই ঘোষণা করা হয়ে গিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির পর পড়ুয়াদের নথি যাচাই করা হবে ১৯ এবং ২০ অগস্ট। স্টেট কাউন্সেলিংয়ের জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ৯ থেকে ১৮ অগস্ট পর্যন্ত। ভর্তির জন্য পড়ুয়াদের নথি যাচাই করা হবে ২৫ এবং ২৬ অগস্ট।
দ্বিতীয় রাউন্ডের জন্য এআইকিউ কোটার মাধ্যমে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ২১ থেকে ২৯ অগস্ট পর্যন্ত। নথি যাচাই করা হবে ৬ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। পাশাপাশি, স্টেট কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ২৭ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানে নথি যাচাই করা হবে ১২ এবং ১৩ সেপ্টেম্বর।
তৃতীয় রাউন্ডের জন্য এআইকিউ কাউন্সেলিং চলবে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। স্টেট কাউন্সেলিং চলবে ১৫ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তৃতীয় রাউন্ডের পর এআইকিউ এবং স্টেট কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি হতে হবে যথাক্রমে ৫ এবং ১১ সেপ্টেম্বর।
যদিও এর পর আরও একটি ‘স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড’-এর আয়োজন করবে এমসিসি। সে ক্ষেত্রে এআইকিউ কাউন্সেলিং এবং স্টেট কাউন্সেলিং চলবে যথাক্রমে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এবং ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। এই রাউন্ডের পর পড়ুয়াদের ১০ অক্টোবর প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। চলতি শিক্ষাবর্ষের জন্য মেডিক্যালের বিভিন্ন স্নাতক কোর্সের ক্লাস শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে।