প্রতীকী চিত্র।
বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট প্রবেশিকার আয়োজন করা হয়। ২০২৬ সালের গেট-এর আয়োজন করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। পরীক্ষার জন্য চালু করা হল ওয়েবসাইট। একইসঙ্গে পরীক্ষার দিনক্ষণ এবং আবেদন প্রক্রিয়া সংক্রান্ত তথ্যও প্রকাশ করা হল।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী গেট-এর আয়োজন করা হবে ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি ২০২৬। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট https://gate2026.iitg.ac.in/ -এ পরীক্ষার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে ২৫ অগস্ট ২০২৫ থেকে। আবেদনের শেষ দিন ২৫ সেপ্টেম্বর ২০২৫। আবেদন জানাতে দেরি হলে জমা দিতে হবে লেট ফি। সে ক্ষেত্রে আবেদন জানানোর শেষ দিন ৬ অক্টোবর ২০২৫।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
পরের বছরের গেট-এ মোট ৩০টি বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীরা সর্বাধিক দু’টি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। দু’টি বিষয়ের পরীক্ষা দিতে চাইলেও শুধু মাত্র একটি আবেদনপত্রই পূরণ করে জমা দিতে হবে। পরীক্ষাটি কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে নেওয়া হবে। ইংরেজি ভাষায় সমস্ত বিষয়ের প্রশ্নপত্র তৈরি করা হবে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে। প্রতি পেপারে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সমস্ত প্রশ্নই অবজেক্টিভধর্মী হবে। প্রশ্ন পিছু নম্বর থাকবে এক বা দুই। ভুল উত্তরের ক্ষেত্রে থাকবে নেগেটিভ মার্কিংও।
পরীক্ষার সময়সূচি
৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি ২০২৬ দু’টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথমার্ধের পরীক্ষা হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধে দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
প্রয়োজনীয় যোগ্যতা
যে কোনও বিষয়ে তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরতরা সংশ্লিষ্ট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। যারা যে কোনও বিষয় নিয়ে স্নাতক উত্তীর্ণ, তাঁরাও আবেদন করতে পারবেন গেট-এর জন্য।
আবেদন প্রক্রিয়া এবং আবেদনমূল্য
১) পরীক্ষার্থীরা https://gate2026.iitg.ac.in/-এ গিয়ে সমস্ত নথি-সহ পরীক্ষার জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে
২) প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য আবেদনমূল্য বাবদ অসংরক্ষিতদের ২০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ১০০০ টাকা জমা দিতে হবে।
৩) নির্ধারিত সময়সীমার পরে আবেদন জানালে আবেদনমূল্যের পরিমাণ বেড়ে যাবে। সে ক্ষেত্রে আবেদনমূল্য বাবদ অসংরক্ষিতদের ২৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ১৫০০ টাকা জমা দিতে হবে।
উল্লেখ্য, প্রতি বছরই কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফে আইআইএসসি বেঙ্গালুরু এবং দেশের বিভিন্ন আইআইটি গেট-এর আয়োজন করে। যার মাধ্যমে শুধু ইঞ্জিনিয়ারিং নয়, বিজ্ঞান, বাণিজ্য, কলা এবং অন্য বিষয়ের স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে ভর্তির সুযোগ মেলে।