IPPB Recruitment 2025

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কাজের সুযোগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্তদের পদের উপর নির্ভর করে বার্ষিক পারিশ্রমিক হবে ৩,১৬,৬২৭ টাকা থেকে শুরু করে ৪,৩৬,২৭১ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৮:৪৬
Share:

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)। ছবি: সংগৃহীত।

চারটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কের বিভিন্ন পদে আবেদনের জন্য আগ্রহীদের অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে। সম্প্রতি শুরু করা হয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে তিন বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের প্রাথমিক ভাবে নয়াদিল্লিতে পোস্টিং দেওয়া হলেও ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা হতে পারে।

পদের ভিত্তিতে আবেদনকারীদের জন্য নির্ধারিত বয়ঃসীমা ৩৫-৫৫ অথবা ৩৮-৫৫ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। একই ভাবে নিযুক্তদের পদের উপর নির্ভর করে বার্ষিক পারিশ্রমিক হবে ৩,১৬,৬২৭ টাকা থেকে শুরু করে ৪,৩৬,২৭১ টাকা।

Advertisement

সিএইচআরও পদে আবেদন জানাতে প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের এইচআর-এ এমবিএ রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া, আবেদনকারীদের ন্যূনতম ১৮ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। একই ভাবে, বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে যথাক্রমে ১৫০ এবং ৭৫০ টাকা। আগামী ২২ অগস্ট আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদে জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement