প্রতীকী চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থা দি ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড (ওআইসিএল)-এ একাধিক শূন্যপদ রয়েছে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় ক্লাস ৩ ক্যাডার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫০০। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ২৩টি। এর জন্য কিছু সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রাখা হবে। নিযুক্তদের প্রথম ছ’মাস ‘প্রবেশন’-এ রাখা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২২,৪০৫-৬২,২৬৫ টাকা।
উল্লিখিত পদে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এ ছাড়া স্থানীয় ভাষাতেও পারদর্শী হতে হবে।
সংস্থার তরফে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় পারদর্শিতার পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ১০০ এবং ৮৫০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৭ অগস্ট। নিয়োগের শর্তাবলি জানতে সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।