JU Admission 2025

সমাজিক উন্নয়ন মূলক কাজে আগ্রহী? এক বছরের কোর্স করাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

কোর্সের জন্য প্রযুক্তিগত সহযোগিতা করবে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস্‌ ইমার্জেন্সি ফান্ড)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৮:১৬
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সামাজিক উন্নয়নমূলক কাজের প্রতি ঝোঁক বা এ বিষয় নিয়ে বিস্তারিত জানার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কোর্সটি স্বল্পমেয়াদি। আসনসংখ্যা সীমিত। এ জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে ‘কমিউনিকেশন ফর সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ’ শীর্ষক কোর্স করানো হবে। আয়োজক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড কালচার। এটি অ্যাডভানস্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। মেয়াদ এক বছর। কোর্সের জন্য প্রযুক্তিগত সহযোগিতা করবে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিল্ড্রেন্স এমার্জেন্সি ফান্ড)।

কোর্সের পাঠ্যক্রম সাজানো হয়েছে ইউনিসেফের নির্ধারিত মডেল অনুযায়ী। সেখানে থাকবে সামাজিক উন্নয়নের ইতিহাস ও বিভিন্ন তত্ত্ব, উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় যোগাযোগ (কমিউনিকেশন) সংক্রান্ত তত্ত্ব, ভারত এবং সারা বিশ্বে সামাজিক এবং মানব উন্নয়নের জন্য জরুরি আদান-প্রদান, পরিস্থিতির প্রেক্ষিতে কথোপকথনের প্রয়োজনীয় কৌশল, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, স্ট্র্যাটেজি ডিজ়াইন।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে ৩০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্স ফি ১৭, ৭০০ টাকা। কোর্সে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে মৌখিক পরীক্ষার মাধ্যমে। আবেদন করতে পারবেন পড়ুয়া, শিক্ষক, উন্নয়ন সংক্রান্ত কাজে যুক্ত পেশাদারেরা, স্বেচ্ছাসেবি সংস্থায় কর্মরত থেকে সমাজবিজ্ঞান নিয়ে গবেষণারত ব্যক্তিরাও। প্রত্যেকের ক্ষেত্রেই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া জরুরি।

বিশ্ববিদ্যালয়ে প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত ক্লাসের আয়োজন করা হবে। ক্লাস শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে।

আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রথমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এর পর পূরণ করা আবেদনপত্র, ১০০ টাকার ডিমান্ড ড্রাফট এবং অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে বা সশরীরে গিয়ে জমা দিতে হবে। আগামী ৮ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর মৌখিক পরীক্ষার জন্য বাছাই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ১২ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর হবে মৌখিক পরীক্ষা। চূড়ান্ত মেধাতলিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement