সেন্ট জেভিয়ার্স কলেজ। ছবি: সংগৃহীত।
যে কোনও অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত যাতে ব্যবস্থাপনায় কোনও খামতি না থাকে, তা-ও নজরে রাখতে হয় আয়োজককে। এর জন্য প্রয়োজন বিশেষ কিছু দক্ষতার। সে সমস্ত দক্ষতা এবং নানাবিধ কৌশল শেখাতেই এ বার এ বিষয়ে একটি কোর্স পড়াবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। আগ্রহীদের এ জন্য অনলাইনেই আবেদন জানাতে হবে।
সেন্ট জেভিয়ার্স কলেজের তরফে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর উপর একটি কোর্স করানো হবে। এটি একটি স্বল্পমেয়াদি ডিপ্লোমা কোর্স। একটি বেসরকারি সংস্থা ‘দ্য মিডাস টাচ ইভেন্টস’-এর সহযোগিতায় প্রতিষ্ঠানের তরফে এই কোর্স চালু করা হচ্ছে। কোর্সটির মেয়াদ ৮ মাস, যা দু’টি সেমেস্টারে বিভক্ত। চলতি মাসেই শুরু হবে কোর্সের ক্লাস।
সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে ইভেন্ট ম্যানেজমেন্টের মৌলিক দিক, ইভেন্টে কমিউনিকেশন, পাবলিক রিলেশন এবং প্রেজ়েন্টেশন-এর মতো বিষয়, ইভেন্ট প্ল্যানিং, স্পনসরশিপ, বাজেটিং, মার্কেটিং, ব্র্যান্ডিং, ক্রু ম্যানেজমেন্ট, ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড স্পেশ্যাল ইভেন্ট-এর মতো নানা বিষয়।
কোর্স করার জন্য আবেদন করতে পারবেন যে কোনও দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিই। পাশাপাশি, যাঁরা স্নাতকস্তরে পাঠরত, স্নাতক উত্তীর্ণ বা বিভিন্ন সংস্থায় কর্মরত, তাঁরাও এই কোর্সে আবেদন করতে পারবেন।
কোর্সের ক্লাস হবে সপ্তাহে তিন দিন ২ ঘণ্টা করে। প্রতি সোম থেকে শুক্র ক্লাস হবে সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত। শনিবার ক্লাসের আয়োজন করা হবে বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত। কোর্স ফি ৪৫,০০০ টাকা।
আগ্রহীদের কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা এবং কোর্স ফি-ও জমা দিতে হবে। এর পর প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে মেধা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে।