ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।
উচ্চ পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফে। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের যে কোনও অঞ্চলে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় কাজের সুযোগ মিলবে। এ জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে, যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৯টি। নিযুক্তদের ব্যাঙ্কের ইনফরমেশন টেকনোলজি এবং ডিজিটাল গ্রুপ বিভাগে বিভিন্ন কাজের দায়িত্বে থাকতে হবে। প্রাথমিক ভাবে তাঁদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর কাজের নিরিখে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পারিশ্রমিক স্থির করা হবে।
ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৩৮-৪৮ বছর এবং ৩৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা থাকলে উভয় পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ১৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।