MAKAUT Admission 2025

যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে এআই-এর ভূমিকা কী? প্রশিক্ষণ ম্যাকাউট ও এনআইটি পটনার

আগামী ৮-১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্লাস। ক্লাসের আয়োজন করা হবে প্রতি সোম থেকে শুক্র সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:২৫
Share:

ম্যাকাউট। ছবি: সংগৃহীত।

বর্তমান অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। এ বার এ বিষয়ে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে জ্ঞানের পরিধি বাড়াতে একটি প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে দু’টি প্রতিষ্ঠানের তরফে। প্রশিক্ষণটি স্বল্পমেয়াদি। অনলাইনেই প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিহারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), পটনা এবং পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-একযোগে এই প্রশিক্ষণের আয়োজন করবে। অনলাইন এই প্রশিক্ষণের বিষয়— ‘অ্যাপ্লিকেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ৫জি/ ৬জি কমিউনিকেশন সিস্টেমস’।

বর্তমানে ৬জি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এআই-এর বিভিন্ন প্রযুক্তি যেমন— মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক কী ভাবে কাজে আসে এবং প্রকারান্তরে টেলিকমিউনিকেশন, স্মার্ট সিটি এবং সিগন্যাল প্রসেসিং ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চলেছে, তার সমস্ত খুঁটিনাটি জানানো হবে এই প্রশিক্ষণে। এ ছাড়াও ৫জি এবং ৬জি যোগাযোগ ব্যবস্থায় এআই-এর ব্যবহার নিয়ে আরও বেশি পরিমাণে গবেষণানির্ভর কাজের জন্য তাঁদের উৎসাহিত করা হবে।

Advertisement

প্রশিক্ষণটি চলবে এক সপ্তাহ ধরে। আগামী ৮-১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্লাস। ক্লাসের আয়োজন করা হবে প্রতি সোম থেকে শুক্র সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। ক্লাস নেবেন বিষয় বিশেষজ্ঞ থেকে অভিজ্ঞ পেশাদাররা। প্রশিক্ষণ শেষে উপস্থিতির হারের উপর নির্ভর করে অংশগ্রহণকারীদের ই-সার্টিফিকেটও দেওয়া হবে।

প্রশিক্ষণের নানা বিষয়ের মধ্যে থাকবে— ৫জি অপ্টিমাইজেশনের ক্ষেত্রে এআই-এর ব্যবহার, এজ এআই ও ক্লাউড ইন্টিগ্রেশন, সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট ইন এআই এনেবেলড নেটওয়ার্ক্স, স্টিমুলেশন টুলস ফর এআই ইন ৫জি, এআই বেসড ট্র্যাফিক প্রেডিকশন অ্যান্ড লোড ব্যালেন্সিং, এআই ইন টেলিকম এবং এথিক্যাল অ্যান্ড রেগুলেটরি কন্সিডারেশন্স ইন এআই ড্রিভেন নেটওয়ার্ক্স।

এই প্রশিক্ষণে যোগ দিতে পারবেন পড়ুয়া, গবেষক, শিক্ষক থেকে পেশাদাররাও। তবে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষকদের। প্রশিক্ষণে ভর্তি নেওয়ার ক্ষেত্রে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে চলা হবে।

আগ্রহীরা এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্য ৫০০ টাকা। আগামী ৬ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য দু’টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement