UPSC EPFO Recruitment 2025

এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশনে কর্মখালি, কোন যোগ্যতায় মিলবে সুযোগ?

সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে ইও/ এও পদে নিযুক্তদের অষ্টম বেতন স্কেলে এবং এপিএফসি পদে নিযুক্তদের দশম বেতন স্কেলে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:১৬
Share:

ইপিএফও। ছবি: সংগৃহীত।

এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (ইপিএফও)-এ কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। সংস্থায় বিভিন্ন উচ্চ পদমর্যাদায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ইপিএফও-তে এনফোর্সমেন্ট অফিসার/ অ্যাকাউন্টস অফিসার (ইও/ এও) এবং অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (এপিএফসি) পদে নিয়োগ হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২৩০। এর মধ্যে সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে।

ইও/ এও পদে আবেদনের জন্য অসংরক্ষিত শ্রেণিভুক্তদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এপিএফসি পদে আবেদনের জন্য অসংরক্ষিত শ্রেণিভুক্তদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। অন্য শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড় থাকবে। সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে ইও/ এও পদে নিযুক্তদের অষ্টম বেতন স্কেলে এবং এপিএফসি পদে নিযুক্তদের দশম বেতন স্কেলে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

উভয় পদের জন্যই প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া জরুরি। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।

আগ্রহীদের এ জন্য ইউপিএসসি-র ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ২৫ টাকা। আগামী ১৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের বাছাই করা পরীক্ষাকেন্দ্রে। এ বিষয়ে বাকি তথ্য নির্ধারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement