Bioinformatics Online Training 2025

বায়োইনফরমেটিক্স বিষয়টি কী? রোগব্যধির নির্ণয়ের ক্ষেত্রে কী ভাবে কাজে লাগে এই বিষয়?

এ বার এই বিষয়ে জাতীয় স্তরের প্রশিক্ষণ করাবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৯:০১
Share:

প্রতীকী চিত্র।

সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচ্য বিষয় বায়োইনফরমেটিক্স। এটি এমন এক বিষয় যা বিপুল সংখ্যক বায়োলজিক্যাল ডেটা বিশ্লেষণে সাহায্য করে। আধুনিক জৈব গবেষণা এবং জটিল জৈব ব্যবস্থা নিয়ে কাজের ক্ষেত্রে এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়টির মাধ্যমে মানুষের শরীরে বিভিন্ন রোগব্যধির নির্ণয়ের ক্ষেত্রে ডিএনএ, আরএনএ সিকোয়েন্সিং, প্রোটিন গঠন এবং জেনোমিক ডেটা খতিয়ে দেখতেও সহজ হয়। যা আদতে রোগনির্ভর ওষুধ এবং প্রতিষেধক তৈরিতে কাজে আসে। চিকিৎসাক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করে।

Advertisement

বর্তমানে কোভিড ভাইরাসের মতো একাধিক ভাইরাস তাদের চরিত্র বদলের মাধ্যমে বারবার নানা রূপে ফিরে আসছে। রোগব্যাধিতে জর্জরিত হচ্ছে বিশ্বের বহু মানুষ। এই ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ কী ভাবে হচ্ছে, মানুষের শরীরে কোন প্রোটিন বা ডিএনএ/ আরএনএ-র গঠন কী ভাবে সেই ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ বাড়িয়ে তুলতে সাহায্য করছে, সে সবই শনাক্ত করা সম্ভব বায়োইনফরমেটিক্সের মাধ্যমে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে কী ভাবে ওষুধ বা ভ্যাক্সিন তৈরি করে তারও হদিশ দেবে বায়োইনফরমেটিক্স। এমনকি ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে কী ভাবে জিনের মিউটেশন হয়, তা বায়োইনফমেটিক্সের মাধ্যমে জানা সম্ভব হয়।

এ বার এই বিষয়ে জাতীয় স্তরের প্রশিক্ষণ করাবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। আয়োজনের দায়িত্বে প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগ। প্রশিক্ষণ চলবে তিনদিন। অনলাইনেই নানা ব্যবহারিক মাধ্যমে এই বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

আগামী সেপ্টেম্বর মাসের ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রশিক্ষণের আয়োজন করা হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত চলবে প্রশিক্ষণ। এর জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন বিজ্ঞানের বিভিন্ন বিভাগের স্নাতক, স্নাতকোত্তরের পড়ুয়া থেকে গবেষক এবং শিক্ষকেরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement