সিডবি। ছবি: সংগৃহীত।
ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক বা স্মল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্কে একটি পদমর্যাদায় নিয়োগ হবে। সোমবার এই মর্মে ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, নিযুক্তেরা পূর্ণ সময়ের জন্য সংস্থায় কাজের সুযোগ পাবেন। এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের।
ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাসোসিয়েট লিগ্যাল কাউন্সেল পদে। শূন্যপদ দু’টি। কর্মীদের প্রথমে চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য ব্যাঙ্কে নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হবে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা এবং লখনউতে। যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের বার্ষিক বেতন হবে ২০ লক্ষ টাকার কাছাকাছি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ অগস্ট। এর পর যোগ্যতার ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যদের বেছে নেওয়া হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।