সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।
যে কোনও সংস্থায় সুষ্ঠুভাবে ব্যবসায়িক কাজ সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজন যথাযথ লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ব্যবস্থা। এই বিষয়ে এ বার একটি নতুন কোর্স করাবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, কোর্সটি স্বল্পমেয়াদি। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।
কলেজের এই বিষয়ের পাঠক্রমটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ধরনের। চলবে এক বছর ধরে। যা দু’টি সেমেস্টারে ভাগ করে পড়ানো হবে। প্রতি সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস। শনিবার ক্লাস হবে বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত। আগামী ১২ অগস্ট থেকে শুরু হবে কোর্সের ক্লাস। মোট কোর্স ফি ৫০,০০০ টাকা।
কোর্সে পড়ানো হবে বিজ়নেস ইকোনমিক্স অ্যান্ড কোয়ান্টিটেটিভ টেকনিক্স, অপারেশন্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যশনাল ট্রেড লজিস্টিক্স, স্ট্র্যাটেজিক সোর্সিং অ্যান্ড রিটেল সাপ্লাই চেন-সহ নানা বিষয়।
যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ বা পাঠরতরা এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। স্নাতক স্তরে থাকতে হবে ম্যাথমেটিক্স/ বিজ়নেস ম্যাথমেটিক্সের মতো বিষয়।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। রেজিস্ট্রেশন মূল্য ৬০০ টাকা। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।