NLSIU Admission 2025

শিশু অধিকার আইন নিয়ে জানার ইচ্ছে? বিশেষ অনলাইন কোর্স করাবে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল

কোর্সের ক্লাস নেবেন প্রতিষ্ঠানের শিক্ষক থেকে গবেষকরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:৩৮
Share:

ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

মাঝে মাঝেই সংবাদ শিরোনামে আসে শিশু নির্যাতন বা শিশুশ্রম সংক্রান্ত খবর। সেই প্রসঙ্গে দেশের শিশু সুরক্ষা আইন নিয়েও নানা আলোচনা হয়। এই বিষয়ে নিয়ে যাঁরা জানতে ইচ্ছুক, এ বার তাঁদের জন্য অনলাইন কোর্সের আয়োজন করছে দেশের অন্যতম নামী আইন প্রতিষ্ঠান বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসইউআই)। এ জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে শিশু অধিকার আইনের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে। মোট চারটি বিষয়ের উপর কোর্স করা যাবে। এগুলি হল— ১) ইন্ট্রোডাকশন টু ল অ্যান্ড লিগ্যাল সিস্টেমস, ২) চাইল্ড রাইটস, পলিসি অ্যান্ড ল: ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, ৩) সারভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট রাইটস অফ চিল্ড্রেন এবং ৪) রাইটস অফ চিল্ড্রেন টু কেয়ার অ্যান্ড প্রোটেকশন।

সমস্ত কোর্সের মেয়াদ এক বছর। কোর্স ফি ৩৩,০০০ টাকা। ক্লাস নেবেন প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকেরা।

Advertisement

আবেদনকারীদের যে কোনও প্রতিষ্ঠানে পাঠরত বা কোনও সংস্থায় কর্মরত— দুই-ই হতে পারেন। তাঁদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। তবে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বা অন্য কোনও বিষয়ে স্নাতক হওয়া জরুরি।

আগ্রহীদের এ জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য-সহ আবেদন জানাতে হবে। আগামী ১১ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement