NSOU Admission 2025

এনএসওইউতে নানা বিষয়ে কোর্স করার সুযোগ, স্নাতক হলেই করা যাবে আবেদন

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্ক থেকে প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এর পর সেটি পূরণ করে অন্যান্য নথি সহযোগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লার্নার সাপোর্ট সেন্টারগুলিতে গিয়ে জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২০:০২
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সের জন্য শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, চলতি বছরের জুলাই পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অফলাইনে।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে মোট তিনটি বিষয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে, সেগুলি হল— ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, পাবলিক রিলেশনস অ্যান্ড অ্যাডভার্টাইজ়িং এবং জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন। প্রতি বিষয়ের সংশ্লিষ্ট কোর্সের জন্য মোট ৪,৩৫০ টাকা জমা দিতে হবে।

রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত লার্নার সাপোর্ট সেন্টারের মাধ্যমে কিছু সময়ে মুখোমুখি ক্লাসের আয়োজন করা হবে। এ ছাড়া, স্টাডি মেটিরিয়াল বিতরণের মাধ্যমে সমস্ত বিষয়বস্তু পড়ানো হবে।

Advertisement

আবেদনকারীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তাঁরা বর্তমানে পড়ুয়া বা কোনও সংস্থায় কর্মরত— দুই-ই হতে পারেন।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্ক থেকে প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এর পর সেটি পূরণ করে অন্যান্য নথি সহযোগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লার্নার সাপোর্ট সেন্টারগুলিতে গিয়ে জমা দিতে হবে। আগামী ৩০ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement