IIT JAM 2026

আইআইটি জ্যাম-এর রেজিস্ট্রেশন কবে শুরু? প্রকাশিত হল বিজ্ঞপ্তি

আগ্রহীদের এর জন্য জয়েন্ট অ্যাডমিশন টেস্ট অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম-এর মাধ্যমে আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:৪৭
Share:

প্রতীকী চিত্র।

বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)। ২০২৬ সালের জন্য জ্যাম-এর আয়োজন করছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মুম্বই। এর জন্য শীঘ্রই শুরু হতে চলেছে আবেদন প্রক্রিয়া। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে আইআইটি মুম্বইয়ের তরফে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর ২৫ ফেব্রুয়ারি জ্যাম-এর আয়োজন করা হবে। তার আগে ৫ জানুয়ারি প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড। জ্যাম-এর ফল ঘোষণা করা হবে ২০ মার্চ। পরের বছরের পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর থেকে করতে পারবেন। আগ্রহীদের এর জন্য জয়েন্ট অ্যাডমিশন টেস্ট অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম-এর মাধ্যমে আবেদন জানাতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

১) প্রথমে পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট jam2026.iitb.ac.in-এ যেতে হবে।

২) সেখানে নিজেদের নাম, ইমেল আইডি-সহ অন্যান্য তথ্য জমা দিতে হবে।

৩) এর পর নিজেদের ইমেল-এ যে আইডি এবং পাসওয়ার্ড আসবে, তার মাধ্যমে লগ ইন করতে হবে।

৪) লগ ইন করার পর নিজেদের আবেদনপত্র পূরণ করে বাকি তথ্য জমা দিতে হবে। পাশাপাশি নিজেদের পরীক্ষার বিষয় এবং পছন্দের সেন্টারও বেছে নিতে হবে।

৫) আবার স্ক্যান করা নথি এবং আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, জ্যাম-এর মাধ্যমে এমএসসি, জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, এমএস (রিসার্চ), এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রির মতো বিজ্ঞানের নানা ধরনের স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। পড়ার সুযোগ পান দেশের বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি বেঙ্গালুরুর মতো নামী প্রতিষ্ঠানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement