St. Xaviers College Admission 2025

ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্স নিয়ে পড়তে চান! এক বছরের কোর্স করাবে সেন্ট জেভিয়ার্স কলেজ

শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৮:৫২
Share:

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।

বর্তমান দুনিয়ায় তথ্য প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা থাকা জরুরি। ডেটা সায়েন্স বিষয়ের মাধ্যমে ডেটা কালেকশন, ক্লিনিং, ডেটা অ্যানালিসিস, মেশিন লার্নিং, ভিস্যুয়ালাইজ়েশন, এআই নির্ভর তথ্য খুঁটিয়ে দেখা— সমস্তটাই বিশদে জানা যায়। সম্প্রতি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের তরফেও এই বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্স পড়ানো হবে বলে জানানো হয়েছে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এ জন্য আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

একটি বেসরকারি সংস্থার সঙ্গে একযোগে কলেজের তরফে ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্সের কোর্সটি পড়ানো হবে। এটি একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। মেয়াদ এক বছর। ক্লাস শুরু চলতি মাসে। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে রাত ৮টা এবং শনিবার বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত ক্লাসের আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট কোর্সে যে কোনও স্নাতকোত্তীর্ণ পড়ুয়া এবং বিভিন্ন সংস্থায় কর্মরতরা ভর্তির আবেদন করতে পারবেন। কোর্স ফি-র পরিমাণ ৮৫,০০০ টাকা, যা দু’টি কিস্তিতে দেওয়া যাবে।

Advertisement

কোর্সে সমস্ত পাঠ্যবিষয় পড়ানো হবে দু’টি সেমেস্টারে ভাগ করে। পাঠ্যক্রমে থাকবে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং উইথ ক্লাউড, স্পার্ক অ্যান্ড কাফকা, ডেটা স্ট্যাটিস্টিক্স, প্রিপারেশন অ্যান্ড অ্যানালিটিক্স, ডেটা ভিস্যুয়ালাইজেশন, মেশিন লার্নিং, জেনারেটিভ এআই অ্যান্ড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এবং নানা ধরনের কেস স্টাডিজ।

কোর্স শেষে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে লিখিত পরীক্ষা, প্রেজ়েন্টেশন এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে।

আগ্রহীদের কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ কোর্সে ভর্তির আবেদন জানাতে হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দিতে হবে ৬০০ টাকা। এর পর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement