UBI Recruitment 2025

ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়ায় চাকরির সুযোগ, শূন্যপদ ২৫০

নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৯:৪৩
Share:

ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)-এ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কে নিয়োগ হবে একটি পদমর্যাদায়। নিযুক্তেরা দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ পাবেন। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে, যে প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকেই।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে ওয়েলথ ম্যানেজার পদে। শূন্যপদের সংখ্যা ২৫০। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।

ওয়েলথ ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে দু’বছরের এমবিএ/এমএমএস/পিজিডিবিএ/পিজিডিবিএম/পিজিপিএম/পিজিডিএম ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া, ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। একই ভাবে বাকি পদের জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।

Advertisement

সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন পরীক্ষা/গ্রুপ ডিসকাসশন/ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন রাজ্যের পরীক্ষাকেন্দ্রে।

এর জন্য আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৭৭ এবং ১১৮০ টাকা। আগামী ২৫ অগস্ট আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement