— প্রতিনিধিত্বমূলক চিত্র।
নিট পিজি-র সম্ভাব্য দিন ঘোষণা করল এনবিইএমএস। ২ মে ওই পরীক্ষা নেওয়া হতে পারে। তবে, যাঁরা নিট পিজি দিতে আগ্রহী, তাঁদের এমবিবিএস ডিগ্রি থাকাই যথেষ্ট নয়। ৩১ মে, ২০২৬-এর আগে এক বছরের ইন্টার্নশিপও সম্পূর্ণ থাকা চাই। তবেই, নিট পিজি দেওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা।
এই একই নিয়ম ডেন্টাল সার্জারির স্নাতকোত্তরের প্রবেশিকার ক্ষেত্রেও কার্যকর করা হয়েছে। তবে, এ ক্ষেত্রে স্নাতকদের ইন্টার্নশিপ ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ হলেই চলবে। ওই প্রবেশিকার সম্ভাব্য দিনও ঘোষণা করেছে এনবিইএমএস। ৩০ অগস্ট হতে পারে নিট এমডিএস-এর পরীক্ষা।
কম্পিউটার বেস্ড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে এই দু’টি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণেরা দেশের সরকারি, বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করার সুযোগ পেয়ে থাকেন। ওই পরীক্ষার স্কোরের ভিত্তিতে কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি নেওয়া হয়ে থাকে।
অন্যদিকে নিট পিজি ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে চলছে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং। তাতে রেজিস্ট্রেশন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। পড়ুয়ারা নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন ১৬ থেকে ২৬ জানুয়ারির মধ্যেই। পড়ুয়াদের জন্য বরাদ্দ আসনের ফলাফল ঘোষণা করা হবে ২৯ জানুয়ারি। এর পর নির্ধারিত কলেজে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে।
পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হলেও ওই দিনেই প্রবেশিকা না-ও হতে পারে। তাই পড়ুয়াদের নিয়মিত ভাবে এনবিইএমএস-এর ওয়েবসাইট-এ নজর রাখার জন্য বলা হয়েছে।