PhD Admission 2025

নাগাল্যান্ডে থেকে উচ্চস্তরের ডিগ্রি অর্জন করবেন! সুযোগ রয়েছে রাজ্যের এনআইটি-তে

সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-সহ গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যা বিষয়েও আগ্রহীরা পিএইচডি করার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৬:০৭
Share:

এনআইটি নাগাল্যান্ড। ছবি: সংগৃহীত।

নাগাল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-এ (এনআইটি) রয়েছে উচ্চশিক্ষার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। তবে, ইঞ্জিনিয়ারিং-এর এই বিষয়গুলি ছাড়াও গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যা বিষয়েও আগ্রহীরা পিএইচডি করার সুযোগ পাবেন। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে এনআইটি নাগাল্যান্ডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে এনআইটি নাগাল্যান্ডের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement