PG Diploma Admission 2025

জীবনকৌশলের শিক্ষা দেবে কেরল বিশ্ববিদ্যালয়, শুরু পিজি ডিপ্লোমায় ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া

‘লাইফ স্কিলস এডুকেশন’-র উপর পিজি ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। মূলত এই পাঠ্যক্রমে পড়ুয়ারা সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ ক্ষমতা কী ভাবে বৃদ্ধি করা যায়-সহ জীবনে চলার পথে প্রয়োজনীয় নানা বিষয়ে শেখাবে এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২১:৩৭
Share:

কেরল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীদের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে আত্মনির্ভর এবং দক্ষ হতে সাহায্য করবে কেরল বিশ্ববিদ্যালয়। জীবন দক্ষতার পাঠ দেবে এই প্রতিষ্ঠান। পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার মাধ্যমে মিলবে এই পাঠ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘লাইফ স্কিলস এডুকেশন’-র উপর পিজি ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। মূলত এই পাঠ্যক্রমে পড়ুয়ারা সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ ক্ষমতা কী ভাবে বৃদ্ধি করা যায়-সহ জীবনে চলার পথে প্রয়োজনীয় নানা বিষয়ে শেখাবে এই প্রতিষ্ঠান। এক বছরের কোর্স এটি। আবেদনের করতে পারবেন যে কোনও স্নাতক যোগ্যতাসম্পন্নরা। কোর্সমূল্য ৬ হাজার টাকা, পরীক্ষার জন্য আরও ১৬০০ টাকা করে জমা দিতে হবে প্রতি সেমেস্টার।

আবেদনের জন্য কেরল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement