এনআইবিএমজি। ছবি: সংগৃহীত।
একটি গবেষণাধর্মী কাজে যোগদানের সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণী। সম্প্রতি কেন্দ্রীয় এই গবেষণা প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানে নির্ধারিত মেয়াদের জন্য প্রকল্পে কাজের সুযোগ মিলবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি মাইক্রোবায়োম স্টাডি-ইন্ডিয়া’ প্রকল্পের জন্য এই নিয়োগ। প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট (ডেটা অ্যানালিস্ট) পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর পর নিযুক্ত ব্যক্তির কাজ এবং প্রকল্পের জন্য বরাদ্দ ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা বা ৩১,০০০ টাকা। এ ছাড়া, মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচরাল সায়েন্সে স্নাতকোত্তর বা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১ জুন আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ৪ জুন। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।