JU Recruitment 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণার কাজের সুযোগ, নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারদের

আগামী ১১ জুন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সকাল ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:২৮
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রকল্পের অস্থায়ী ভাবে কাজের জন্য গবেষক প্রয়োজন। এর জন্য চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘ইলেক্ট্রোলেস নিকেল কোটিংস অন ৩ডি প্রিন্টেড এবিএস পার্টস: এ সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচ’। এটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থিক সহায়তায় পরিচালিত হবে।

প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর। তাঁকে এএনআরএফ-এর নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

জেআরএফ পদে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। তাঁদের মেকানিক্যাল/ প্রোডাকশন/ মেটালার্জি/ অটোমোবাইল/ এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, উত্তীর্ণ হতে হবে গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং)-এও। সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রার্থীদের এমই/ এমটেক থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

আগামী ১১ জুন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সকাল ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকার বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement