Poila Baishakh

মননে সাহিত্য-শিল্পের বাঙালিয়ানা, বল্লভপুরের রূপকথা শুনবে ক্যাম্পাস শহর

রাজ্য থেকে কয়েক হাজার কিমি দূরের ক্যাম্পাস শহরে ‘আবোল তাবোল’ মেতেছে পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৪:১৫
Share:

গানে-গল্পে-আড্ডায় মেতে প্রবাসের বাঙালি পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

বর্ষবরণের আমেজে মেতে বিশ্ববাসী। কোথাও ১৫ এপ্রিলেই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আবার কোথাও সপ্তাহান্তের অপেক্ষায় প্রবাসী বাঙালিরা। তবে শিকাগো থেকে ২১৮ কিমি দূরত্বে অবস্থিত ইউনিভার্সিটি অফ ইলিনয় আর্বানা শ্যাম্পেনের বাঙালি পড়ুয়াদের দলের ভাবনা একটু অন্যরকম। তাঁদের দলের নাম ‘আবোল তাবোল’।

Advertisement

দলের সম্মিলিত সিদ্ধান্তে বাদল সরকারের লেখা ‘বল্লভপুরের রূপকথা’ মঞ্চস্থ করা হবে। আর্বানা-শ্যাম্পেন (পোশাকি নাম ক্যাম্পাস শহর)-কে শোনাবে ভূপতি রায়ের কথা। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন ভাষা এবং উপভাষাকেও সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাঁকুড়া, মেদিনীপুর, উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা নিয়ে চর্চা করা হবে। সিলেট-সহ আরও বিভিন্ন প্রদেশে প্রচলিত বাংলা ভাষার সাহিত্য নিয়েও আলোচনা চলবে।

যন্ত্রানুসঙ্গ থেকে শুরু অনুষ্ঠানের আয়োজনের সবটাই ‘আবোল তাবোল’-এর দায়িত্বে। নিজস্ব চিত্র।

এ প্রসঙ্গে ‘আবোল তাবোল’-এর সদস্য শুভাশিস বলেন, “বাংলা বললেই আমাদের হয়তো কথ্য বাংলা ভাষার কথা মনে পড়ে। কিন্তু এই ভাষা বিভিন্ন ভৌগোলিক, সামাজিক বৈচিত্র্যের সমাহার। বিভিন্ন গোষ্ঠীর উপভাষাও এই ভাষার অঙ্গ। তাই এই বৈচিত্র্যময় ভাষাকে সম্মান জানানোই আমাদের উদ্দেশ্য।”

Advertisement

উল্লেখ্য, তাঁরা সারাবছর বাংলা ভাষার চর্চার জন্য দিনের একটা সময় বরাদ্দ করেন। এই চর্চায় শামিল হন ভারতের বিভিন্ন রাজ্যের পড়ুয়া-সহ প্রতিবেশী দেশ বাংলাদেশ, কিংবা আমেরিকা, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের পড়ুয়ারা। তাঁরা সকলে মিলেই নিয়মিত বাংলা ভাষা এবং সংস্কৃতিকে উদ্‌যাপন করে থাকেন।

প্রতি বছর অভিনয়ের জন্য বিশেষ বিষয় বেছে নেয় ‘আবোল তাবোল’-এর সদস্যরা। নিজস্ব চিত্র।

বাঙালি খানাপিনার এলাহি আয়োজনও থাকছে। বিরিয়ানি থেকে মিষ্টি— থাকবে ভারত-বাংলাদেশের নানা পদ। বিভেদ ভুলে সবাই প্রতি বছরের মতো মেতে উঠবে নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে। অনুষ্ঠান হবে ২৬ এপ্রিল।

তবে আমেরিকার শিকাগোতে বসবাসকারী ছাত্রছাত্রীরা ১৫ এপ্রিলেই ‘মঙ্গল শোভাযাত্রা’য় হেঁটে উদ্‌যাপন করলেন নববর্ষ। নাচ-গান-নাটকের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন পড়ুয়ারা। শামিল হন সাধারণ মানুষও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement