CSIR UGC NET Results 2025

প্রকাশিত সিএসআইআর ইউজিসি নেট-এর ফল, পরীক্ষার্থীর সংখ্যায় এগিয়ে মহিলারা!

দু’টি পর্বে সিএসআইআর ইউজিসি নেট নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২১৮টি শহরে মোট পাঁচটি বিষয়ে মোট ১ লক্ষ ৪৭ হাজার ৭৩২ জন পরীক্ষা দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৩:১৪
Share:

কী ভাবে স্কোরকার্ড ডাউনলোড করবেন? জানিয়েছে এনটিএ। প্রতীকী চিত্র।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ- ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট) শীর্ষক পরীক্ষায় উত্তীর্ণরা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং গবেষণারও সুযোগ পেয়ে থাকেন। সম্প্রতি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, চলতি বছর পরীক্ষার্থীদের সংখ্যায় এগিয়ে ছিলেন মহিলারা।

Advertisement

পরীক্ষার্থীর সংখ্যা:

সিএসআইআর ইউজিসি নেট-এ নাম নথিভুক্ত করেছিলেন ১ লক্ষ ৯৫ হাজার ২৪১ জন। তাঁদের মধ্যে মোট ১ লক্ষ ৪৭ হাজার ৭৩২ জন পরীক্ষা দিয়েছেন।

Advertisement

লিঙ্গ ভেদে পরীক্ষার্থীর পরিসংখ্যান:

চলতি বছরে মোট ২১৮টি শহরে দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হয়েছিল। তাতে ১ লক্ষ ১৪ হাজার ৩৩৯ জন মহিলা পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যাঁদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ৮৬ হাজার ৭৭৭ জন। অন্য দিকে ৮০ হাজার ৮৯৪ জন পুরুষ পরীক্ষার্থীর মধ্যে মধ্যে ৬০ হাজার ৯৫০ জন উপস্থিত হয়েছিলেন। তৃতীয় লিঙ্গের ৮ জন নাম নথিভুক্ত করলেও পরীক্ষা দিয়েছেন ৫ জন।

বিষয়সূচি:

মোট পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, যাঁর মধ্যে লাইফ সায়েন্সেস বিষয়ের পরীক্ষার্থী ছিলেন ৬০ হাজার ২১৩ জন। আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিষয়ে পরীক্ষা দিয়েছেন ৫ হাজার ১৫৪ জন। এ ছাড়াও কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে ২২ হাজার থেকে ৩২ হাজার জন পরীক্ষা দিয়েছেন।

কী ভাবে ফলাফল দেখবেন?

এনটিএ-এর ওয়েবসাইট থেকে (csirnet.nta.ac.in) পরীক্ষার্থীরা নিজেদের স্কোর দেখে নিতে পারবেন। এর জন্য তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখের মতো তথ্য দিতে হবে। প্রয়োজনে পরীক্ষার্থীরে নিজেদের স্কোর কার্ড ডাউনলোড করেও নিতে পারবেন।

চলতি বছরের ২৮ জুলাই পরীক্ষাটি নেওয়া হয়েছিল। ২০ অগস্ট ফাইনাল আনসার কি এবং স্কোর ঘোষণা করে এনটিএ। এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। একই সঙ্গে তাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করারও সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement