ক্রিকেট স্কোর গুণতে কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে শেখার সুযোগ, অনলাইনে ক্লাস করানো হবে। ছবি: সংগৃহীত।
কৃত্রিম মেধা বইয়ের পাতার বাইরে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। স্মার্ট ক্লাসরুম, অনলাইনে ক্লাস, লার্নিং অ্যাপ-এর মতো ক্ষেত্রে কৃত্রিম মেধার উজ্জ্বল উপস্থিতি। তবে, পদার্থবিদ্যা, রসায়ন, হিসাবশাস্ত্র, ক্রিকেট স্কোর গুণতেও কৃত্রিম মেধার ব্যবহার জানা প্রয়োজন। সেই সুযোগই করে দিচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
মন্ত্রকের তরফে এমন বেশ কিছু কোর্স করানোর ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে কৃত্রিম মেধার প্রয়োগ কী ভাবে সম্ভব, তার পাঠ পড়ানো হবে। ‘স্বয়ম্’ পোর্টালের মাধ্যমে অনলাইনে বিনামূল্যে ক্লাস করার সুযোগ পাবেন আগ্রহীরা। তবে, ক্লাস শুধুমাত্র ইংরেজি ভাষায় করানো হবে।
ক্রিকেট অ্যানালিটিক্স উইথ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স—
ক্রিকেটের স্কোরে নজর রাখা এবং তার তথ্য বিশ্লেষণের জন্য গণিতে দক্ষ হওয়া প্রয়োজন। কিন্তু একই সঙ্গে এই কাজে যদি কৃত্রিম মেধার ব্যবহার করা যায়, সে ক্ষেত্রে তা ডেটা সায়েন্স-এর খুঁটিনাটি শিখে নিতেও সাহায্য করবে। ২৫ ঘণ্টার এই কোর্সটিতে স্ট্রাইক রেটের মতো পরিসংখ্যান কী ভাবে করা হয়, তথ্য সংগ্রহের পর বিশ্লেষণের ক্ষেত্রে কোন মাধ্যমে ব্যবহার করতে হবে— সবই শেখানো হবে।
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ইন অ্যাকাউন্টিং—
হিসাবশাস্ত্রের গণনা কাজে কৃত্রিম মেধার প্রয়োগ কি সম্ভব? ব্যবসা, বাণিজ্যের ক্ষেত্রে এই বিশেষ প্রযুক্তিতে ব্যবহার করার পথ উল্লিখিত কোর্সের মাধ্যমে দেখাবেন বিশেষজ্ঞরা। ৪৫ ঘণ্টার এই কোর্সটি হিসাবশাস্ত্র নিয়ে স্নাতকস্তরে পাঠরত পড়ুয়ারা করার সুযোগ পাবেন।
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ইন ফিজ়িক্স এবং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ইন কেমিস্ট্রি—
পদার্থবিদ্যা এবং রসায়নের সঙ্গে কৃত্রিম মেধার সম্পর্ক কেমন? উল্লিখিত কোর্সটিতে সেই সম্পর্কে শেখানো হবে। স্নাতক স্তরের পাঠ্যক্রমে উল্লিখিত বিষয় নিয়ে যাঁরা পড়ছেন, তাঁদের জন্য এই কোর্সটি করানো হবে। কোর্সটির মাধ্যমে আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞেরা গবেষণার পাশাপাশি, তথ্য এবং তত্ত্বের প্রয়োগে কৃত্রিম মেধার ভূমিকা সম্পর্কেও শেখাবেন। মোট ৪৫ ঘণ্টার মধ্যে কোর্সের ক্লাস সম্পূর্ণ হবে।
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স / মেশিন লার্নিং ইউজ়িং পাইথন—
দ্বাদশের গণিতে দক্ষ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, এমন পড়ুয়ারা এই কোর্সটি করার সুযোগ পাবেন। কোর্সটি ৩৬ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ হবে। মূলত পাইথন প্রোগ্রামিং, ডেটা ভিস্যুয়ালাইজ়েশন, মেশিন লার্নিং মডেল তৈরি করার বিষয়গুলি শেখাবেন আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞেরা।
তবে, অনলাইনে ক্লাস করানো হলেও অফলাইনে মূল্যায়ন করা হবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পরীক্ষা দিয়ে শংসাপত্র অর্জন করার ব্যবস্থা রয়েছে। এ জন্য কোর্সে ভর্তি হওয়ার পর ২,০০০ টাকা শংসাপত্রের জন্য জমা দিতে হবে। তবে, কেউ পরীক্ষা দিতে না চাইলে শুধুমাত্র শেখার জন্য বিনামূল্যে ক্লাস করতে পারবেন।