West Bengal Teacher Jobs 2025
আইআইইএসটি, শিবপুরে একাধিক বিভাগে শিক্ষক প্রয়োজন; কারা করতে পারবেন আবেদন?
পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আইআইইএসটি, শিবপুরের তরফে নিয়োগের বিষয়ে বেশ কিছু শর্তাবলি প্রকাশ করা হয়েছে।
স্বল্প সময়ের চুক্তিতে শিক্ষক নিয়োগ করবে রাজ্যের ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে একাধিক বিভাগে ‘টেম্পোরারি ফ্যাকাল্টি’ পদে কাজের সুযোগ রয়েছে। মোট শূন্যপদ চারটি।
যোগ্যতার মাপকাঠি:
- প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস এবং স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘টেম্পোরারি ফ্যাকাল্টি’ প্রয়োজন। ওই পদে অপারেশন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশের বেশি নম্বর থাকা আবশ্যক।
- নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের শিক্ষকতার কাজ করতে হবে। প্রতিটি সেমিস্টারের নিরিখে পদের মেয়াদ বৃদ্ধি পাবে। সর্বাধিক পাঁচটি সেমিস্টার পর্যন্ত ওই মেয়াদ বহাল রাখা হবে। তাই প্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
কী ভাবে যোগ্যতা যাচাই?
প্রতিষ্ঠানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিল্ডিংয়ে ২৬ অগস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিন তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।
অন্যান্য তথ্য:
- শিক্ষক হিসাবে অন্য কোনও প্রতিষ্ঠানে কর্মরতরাও কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের আবেদনের সময় নো অবজেক্শন সার্টিফিকেট জমা দিতে হবে।
- নিযুক্তেরা প্রতি মাসে ৭৫ হাজার টাকা বেতন হিসাবে পাবেন। তবে, এই পারিশ্রমিক ছাড়া অন্য কোনও ভাতা তাঁদের জন্য বরাদ্দ করা হয়নি।