Jobs after 12th

বিশেষ প্রকল্পে সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণেরা, বিশেষজ্ঞ খুঁজছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে

‘গ্রামীণ কৃষি মৌসম সেবা’ স্কিমের অধীনে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১২:৩৫
Share:

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান বিভাগের দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ পাবেন। ওই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচরাল মেটিরিওলজি অ্যান্ড ফিজ়িক্স বিভাগের অধীনে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিভাগের একটি প্রকল্পে ‘অ্যাগ্রামেট অবজ়ারভার’ পদে কাজ চলবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য দ্বাদশ উত্তীর্ণদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষিকাজে উপযোগী আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করতে হবে।

উল্লিখিত কাজটি ‘গ্রামীণ কৃষি মৌসম সেবা’ স্কিমের অধীনে করতে হবে। এর জন্য সপ্তম পে কমিশন অনুযায়ী, ৫,২০০ থেকে ২০,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও নিযুক্তের জন্য মহার্ঘ্য ভাতা এবং বাড়ি ভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।

Advertisement

প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য বৃদ্ধি পেতে পারে। এ জন্য আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন ডাকযোগে। আবেদনের শেষ দিন ২৯ অগস্ট। কোন ঠিকানায় আবেদন পাঠাতে হবে, সেই সম্পর্কে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (bckv.edu.in) দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement