MBA entrance exam 2026

ম্যানেজমেন্টের প্রবেশিকার অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, পরীক্ষা শুরু হবে কবে?

২০২৬-এর ২৫ জানুয়ারি আয়োজিত হতে চলেছে কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট। পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪০
Share:

প্রতীকী ছবি।

ম্যনেজমেন্টে ভর্তি হওয়ার আগে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। সেই মতো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তরফে প্রকাশ করা হয়েছে কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট) ২০২৬-এর অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন অ্যাডমিট কার্ড।

Advertisement

২০২৬-এর ২৫ জানুয়ারি আয়োজিত হতে চলেছে কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট। পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট মূলত জাতীয় স্তরের ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষা। যে সকল পড়ুয়া মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পড়তে চান তাদের এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। সমগ্র পরীক্ষাটি আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গত বছর দেশজুড়ে এই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৭৪,০১২ জন। তবে পরীক্ষা দিয়েছিলেন ৬৩,১৪৫ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement