NEET UG 2025

গত বছর থেকে শিক্ষা, নিট ইউজি-র জন্য সুরক্ষা বাড়াতে এনটিএ-র নয়া উদ্যোগ

পরীক্ষার্থীরা ৪ মে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত সমস্ত অভিযোগ জানাতে পারবেন নয়া ওয়েবসাইটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৮:১২
Share:

প্রতীকী চিত্র।

গত বছর মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট)-র প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। তার পর থেকেই পরীক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ। এ বছর যাতে একই ঘটনার পুনরবাবৃত্তি না ঘটে তার জন্য নয়া পদক্ষেপ এনটিএ-র। পরীক্ষার্থীদের সাহায্যার্থে চালু করা হচ্ছে নতুন ওয়েবসাইট।

Advertisement

চলতি বছরে দেশ জুড়ে নিট ইউজি-র আয়োজন করা হবে আগামী ৪ মে। সম্প্রতি এনটিএ-র এক্স হ্যান্ডেল এবং ওয়েবসাইটে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যেন কোনও ভাবেই কোনও অসাধু চক্রের জালে না পড়ে বিভ্রান্ত না হয়, কোনও অন্যায় কাজের সঙ্গে ভুলবশত জড়িয়ে না পড়ে বা কোনও অসৎ উপায় অবলম্বন না করে তার জন্যই এই উদ্যোগ।

পরীক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তার পাশাপাশি এনটিএ-র তরফে আর্জি জানানো হয়েছে, তাঁরা যদি কোনও অননুমোদিত ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এ বছরের পরীক্ষার প্রশ্নপত্রের খোঁজ পায় বা কোনও ব্যক্তির থেকে পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য পায় অথবা এনটিএ-র বা সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে কোনও ব্যক্তি যদি তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তা হলে যেন তাঁরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে অভিযোগ জানায়। এর জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের nta.ac.in বা neet.nta.ac.in -এর মধ্যে যে কোনও ওয়েবসাইটে গিয়ে পুরো ঘটনাবলি বিশদ জানাতে বলা হয়েছে।

Advertisement

এনটিএ জানিয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতি এড়াতে ২০২৪ সালে চালু করা হয় পাবলিক এগজ়ামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) আইন। এ বার সেই আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার এই নয়া উদ্যোগ। পরীক্ষার্থীরা ৪ মে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত সমস্ত অভিযোগ জানাতে পারবেন নয়া ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement