গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২০২৬-এর কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট-এর রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে শীঘ্রই। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। এ জন্য আধার কার্ডের সঙ্গে দশমের মার্কশিটের তথ্যে মিল থাকা প্রয়োজন। তা তা না থাকলে কী করণীয়, তা বিশেষ বিবৃতির মাধ্যমে জানিয়েছে এনটিএ।
আয়োজক সংস্থার তরফে বলা হয়েছে, দশমের শংসাপত্র বা মার্কশিটের সঙ্গে কোনও আবেদনকারীর আধার কার্ডের তথ্য না মিললেও তাঁরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য তাঁদের নাম নথিভুক্তিকরণের সময় আলাদা অপশন বেছে নিতে হবে। একই ভাবে আবেদনকারীদের মা-বাবা বা অভিভাবকের নাম আধার কার্ডে লেখা না থাকলে, তা আলাদা করে অনলাইনে লিখে জমা দিতে হবে।
উল্লেখ্য, পরীক্ষার দিনক্ষণ ঘোষণার নির্দেশিকায় এনটিএ জানিয়ে দিয়েছিল, আবেদনকারীদের আধার কার্ড-এর তথ্য দিয়েই অনলাইনে পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করতে হবে। তাই, ওই পরিচয়পত্র-এ দেওয়া নাম, জন্মতারিখ, ঠিকানা এবং বাবার নাম সঠিক থাকা প্রয়োজন। সেই সঙ্গে এ-ও বলা হয়েছিল ওই তথ্যের সঙ্গে দশমের মার্কশিট বা শংসাপত্রে মিল থাকা প্রয়োজন। তা না হলে রেজিস্ট্রেশনে সমস্যা হতে পারে। যদিও এই সমস্যা মেটাতেই আলাদা করে অপশন বেছে নেওয়ার সুযোগ আবেদনকারীদের দিতে চলেছে এনটিএ।
২০২৬-এ সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলি, সমাজবিদ্যা, শারীরশিক্ষা, পারফর্মিং আর্টস-সহ ৩৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণেরা দেশের ৪৭টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ৩০০-র বেশি কলেজে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন। ওই পরীক্ষাটি দ্বাদশ উত্তীর্ণেরা দেওয়ার সুযোগ পাবেন। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেয় এনটিএ।