Online Course FTII Pune 2023

স্মার্টফোনের সাহায্য তথ্যচিত্র! ক্লাস করাবে এফটিআইআই, রইল কোর্সের খুঁটিনাটি

মোট ৪০ জনকে নিয়ে ক্লাস করানো হবে। ১৮ বছর উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কোর্স চলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১১:২২
Share:

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনে। ছবি: সংগৃহীত

ভারতে অলিগলিতে ক্রমবর্ধমান স্মার্টফোনের ব্যবহার পড়ুয়াদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। তার উপর যে কোনও ঘটনাকে ভিডিও রেকর্ডিং করে সমাজমাধ্যমে ভাইরাল করার প্রবণতা তো রয়েছেই। কিন্তু দেশের নবীন প্রজন্মদের কাছে তথ্যচিত্র বানানোটাও বেশ জনপ্রিয় একটি পেশা হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে শুরু থেকে কী ভাবে এই বিশেষ চলচ্চিত্র বানানো যেতে পারে, কী কী বিষয় জানার প্রয়োজন রয়েছে, সেই সম্পর্কে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন। সেই প্রশিক্ষণই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দিতে চলেছে। অনলাইনে এই প্রশিক্ষণ শিবির চলতি বছরের ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়াদের জন্য সাজানো হয়েছে এই বিশেষ কোর্স। তবে শর্তসাপেক্ষে দশম উত্তীর্ণদেরও অনলাইন ক্লাসে জায়গা হতে পারে। এছাড়াও স্নাতকোত্তীর্ণ পড়ুয়া, শিক্ষক, পেশাদার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

Advertisement

কী ভাবে শেখানো হবে?

করোনা পরিস্থিতির কারণে পড়ুয়ারা অনলাইন মাধ্যমের সঙ্গে পরিচত হয়ে উঠেছেন। তাই, দেশের সমস্ত পড়ুয়াদের সুবিধের স্বার্থে এই কোর্সের ক্লাসও অনলাইনেই করানো হবে।

কোর্স সম্পর্কিত তথ্য:

  • সন্ধ্যে সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ক্লাস করানো হবে।
  • মোট ১০ দিন ক্লাস করার সুযোগ রয়েছে।
  • ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করানো হবে।
  • ১৮ বছর উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কোর্স চলবে।
  • ইংরেজি এবং হিন্দি ভাষায় ক্লাস চলবে।
  • নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
  • ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ-এর ভিত্তিতে ক্লাসের জন্য নাম নথিভুক্ত করা হবে।
  • নাম নথিভুক্ত করার জন্য কোর্স ফি জমা দিতে হবে।
  • কোর্স ফি হিসাবে পাঁচ হাজার ৬০০ টাকা জমা নেওয়া হবে।
  • ক্লাস করার জন্য ওয়েবক্যাম-সহ ডেস্কটপ/ ল্যাপটপ/ স্মার্টফোন থাকা আবশ্যক।

এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করা হবে ২৮ অগস্ট পর্যন্ত। ক্লাস এবং অন্যান্য বিষয়ে জানতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনের ওয়েবসাইট দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন