IIT Kharagpur Admission 2026

আইন এবং জননীতি নিয়ে পড়ার সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরাও! ভর্তি নেবে আইআইটি খড়্গপুর

‘রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’-এর অধীনে আইনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও আগ্রহীরা পাবলিক পলিসি ল অ্যান্ড গর্ভন্যান্স নিয়ে ভর্তি হতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আইন নিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন ইঞ্জিনিয়ারেরাও। ভর্তি নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ‘রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’-এর অধীনে আইনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও আগ্রহীরা পাবলিক পলিসি ল অ্যান্ড গর্ভন্যান্স নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন।

Advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এলএলবি এবং এলএলএম কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এলএলবি কোর্সের জন্য ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিসিন, বিজ্ঞান, ফার্মাসি শাখার বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে।

এলএলএম কোর্সের জন্য পাঁচ বছরের এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাই আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

Advertisement

পাবলিক পলিসি ল অ্যান্ড গর্ভনেন্স-এ ভর্তি হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আইন, বাণিজ্য এবং কলা শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

ভর্তি হতে আগ্রহীদের প্রথম দু’ঘণ্টার লিখিত পরীক্ষা দিতে হবে। কলকাতা, নয়া দিল্লি, বেঙ্গালুরু এবং পুণে-তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষার পর ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাসনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনলাইনে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। ১৫ ডিসেম্বর থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের পোর্টাল চালু থাকছে। ১৮ মার্চ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষা ২৯ মার্চ হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement