IISER Kolkata Admission 2025

স্পেস সায়েন্সে-সহ একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ! কোথায় হবে ক্লাস?

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্পেস সায়েন্সেস-সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার তরফে পিএইচডি-র জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি হতে আগ্রহীরা প্রতিষ্ঠানের সাতটি বিভাগে পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ পাবেন।

Advertisement

কোন কোন বিষয়ে পিএইচডি করতে পারবেন?

বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, আর্থ সায়েন্সেস, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজ়িক্যাল সায়েন্সেস এবং প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্সেস ইন ইন্ডিয়া-র অধীনে স্পেস সায়েন্সেস নিয়ে পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আবেদনের শর্তাবলি:

প্রার্থীদের যে সমস্ত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই, তার তালিকা দেওয়া হল—

পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, গণিত, বায়োলজিক্যাল সায়েন্সেস, এগ্রিকালচারাল সায়েন্সেস, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি, জিয়োফিজ়িক্স, আর্থ সায়েন্সেস, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, অর্থনীতি, হিসাবশাস্ত্র কিংবা সমতুল্য বিষয়।

স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় তাঁদের ৭৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

একই সঙ্গে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

তবে যে সমস্ত পড়ুয়া উল্লিখিত বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং সিএসআইআর, ইউজিসি-র ফেলোশিপ পেয়েছেন, তাঁরাও ওই প্রতিষ্ঠান থেকে পিএইচডি করার সুযোগ পাবেন।

কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তার আগে তাঁদের ভর্তি হওয়ার আবেদনপত্র জমা দেওয়া দরকার।

গুরুত্বপূর্ণ তারিখ:

প্রতিষ্ঠানের অনলাইন পোর্টালে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ১২ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ইন্টারভিউ ২৯ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। বাছাই করা প্রার্থীদের নাম আইআইএসইআর-এর পোর্টাল মারফত জেনে নিতে পারবেন। রেজিস্ট্রেশন ২৯ ডিসেম্বর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement