গবেষণা করছেন কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স-এর (এনআইবিএমজি) বিশেষজ্ঞেরা। ছবি: সংগৃহীত।
কোলন ক্যানসার বা মলাশয়ের ক্যানসারের ক্ষেত্রে কি ডিএনএ-র পরিবর্তনের কোনও সম্পর্ক রয়েছে? এ বিষয়ে গবেষণা করছেন কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স-এর (এনআইবিএমজি) বিশেষজ্ঞেরা। সম্প্রতি ওই কাজের জন্য গবেষক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে আর্থিক অনুদান দেবে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি)।
রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে গবেষকদের কাজ করতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ফার্মাসি, ভেটেরিনারি সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের মানুষ বা প্রাণীর দেহকোষ, তার পরিকাঠামো নিয়ে অন্তত এক বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ন্যাচরাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে যাঁরা টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রেই প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁদের সেল জেনোমিক্স নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিদের কাজ করতে হবে। ওই মেয়াদ কাজের ভিত্তিতে বৃদ্ধি পেতে পারে। অনলাইনে আবেদন ২ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। যোগ্যতা যাচাইয়ের জন্য অনলাইনেই ইন্টারভিউ নেবেন বিশেষজ্ঞেরা।