ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারি দফতরে স্নাতকদের চাকরির সুযোগ। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল স্টেনোগ্রাফার এবং প্রাইভেট সেক্রেটারি নিয়োগ করবে। স্টেনোগ্রাফার পদে ১৮ এবং প্রাইভেট সেক্রেটারি পদে ১৪জনকে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে যে কোনও বিষয়ে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের প্রতি মিনিটে ডিকটেশন মাধ্যমে হাতে লিখে ১০০টি শব্দ এবং কম্পিউটারে ৫০টি শব্দ টাইপ করে লেখার দক্ষতা থাকা চাই।
স্টেনোগ্রাফার হিসাবে কাজের জন্য ২৫ থেকে ৬২ বছর বয়সি ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজের জন্য ২৮ থেকে ৬২ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। তবে, প্রার্থীদের ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের আবেদনও গ্রহণ করা হবে।
কলকাতা, কটক, গুয়াহাটি, নয়া দিল্লি-সহ মোট ১১টি দফতরে নিযুক্তদের কাজ করতে হবে। স্টেনোগ্রাফারদের জন্য মাসে ৪৫ হাজার টাকা এবং প্রাইভেট সেক্রেটারিদের জন্য মাসে ৫০ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। তিন বছরের চুক্তিতে উল্লিখিত পদে কাজ করার সুযোগ মিলবে।
‘ইন্টিমেশন ফর টেস্ট’ কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে ৮ অক্টোবর পর্যন্ত।