NSD Recruitment 2025

ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় শিল্পী প্রয়োজন, থিয়েটারের অভিজ্ঞতা থাকলে স্নাতকেরা পেতে পারেন সুযোগ

নাট্যশিল্পী হিসাবেথিয়েটারে কাজের পূর্ব অভিজ্ঞতার পাশাপাশি, নাচ-গানে দক্ষ হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

থিয়েটারে কাজ করেছেন? গুরুত্বপূর্ণ প্রোডাকশনে কাজের অভিজ্ঞতা রয়েছে? ন্যাশনাল স্কুল অফ ড্রামা দেবে সবেতন শিল্পী হওয়ার সুযোগ। মোট ছ’জনকে ওই কাজের জন্য নিয়োগ করা হবে।

Advertisement

শিল্পী নিয়োগের শর্ত:

  • আবেদনকারীদের স্নাতক হতে হবে।
Advertisement
  • ড্রামাটিক আর্টস বিষয়ে এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকা চাই।
  • ন্যাশনাল স্কুল অফ ড্রামা কিংবা সমতুল প্রশিক্ষণ কেন্দ্র থেকে ওই কোর্স করা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
  • অন্তত ১০টি বিশেষ প্রযোজনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
  • হিন্দি বা অন্য ভারতীয় ভাষায় কাজের দক্ষতা থাকতে হবে।
  • থিয়েটারে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • নাচ, গান এবং অন্য শিল্পকলায় পারদর্শী হতে হবে।
  • নাটক পরিচালনার দক্ষতাও থাকা দরকার।
  • অভিনয়ের কলা-কৌশল সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে।

অন্য তথ্য:

  • নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

লিখিত আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি (জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার শংসাপত্র) ই-মেল মারফত পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২১ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement