— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দশম উত্তীর্ণদের ‘স্পট অ্যাডমিশন’-এর মাধ্যমে আইটিআই এবং ইঞ্জিনিয়ারিং-টেকনোলজি শাখায় ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে। কারিগরি শিক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন ১৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। সেখানে পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানটি বেছে নিতে পারবেন তাঁরা।
কী কী বিষয় নিয়ে পড়ার সুযোগ?
কনস্ট্রাকশন অটোমোশন, সাইবার ফরেন্সিকস্ অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, থ্রি-ডি অ্যানিমেশন, ফুড প্রসেসিং টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফুটঅয়্যার টেকনোলজি, ইন্টেরিয়র ডেকরেশন, মেকাট্রনিক্স, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজ়ম-সহ একাধিক বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ থাকছে।
এ ছাড়াও আইটিআই শাখায় ‘ই’ এবং ‘এম’ বিভাগের হর্টিকালচার, ড্রেস মেকিং, মেকানিক অটো বডি রিপেয়ার, আর্লি চাইল্ডহুড এডুকেটর, ড্রোন টেকনিশিয়ান, সোলার টেকনিশিয়ান— এমন ইঞ্জিনিয়ারিং এবং নন-ইঞ্জিনিয়ারিং শাখার একাধিক বিষয় পড়ার সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
২০ সেপ্টেম্বর ‘স্পট অ্যাডমিশন’-এর জন্য প্রার্থীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে বেলা ১২টার মধ্যে পৌঁছে যেতে হবে। ওই দিন ভর্তি হওয়ার জন্য সমস্ত নথি জমা সঙ্গে রাখা প্রয়োজন।
নথি জমা দেওয়ার পর ২৪ সেপ্টেম্বর আপগ্রেড রাউন্ড হবে। প্রতিষ্ঠানের শূন্য আসনগুলিতে তার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ফাইনাল মপ-আপ রাউন্ড ২৫ সেপ্টেম্বর। এ দিন পর্যন্ত ‘স্পট অ্যাডমিশন’-এর মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ থাকছে।
কারা ভর্তি হয়েছেন, তার মেধাতালিকা কারিগরি শিক্ষা বিভাগ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোন প্রতিষ্ঠানে কতগুলি আসন ফাঁকা রয়েছে, তার তথ্যও সেখানেই পাওয়া যাবে।