— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলায় কর্মখালি। ‘চোখের আলো’ শীর্ষক সরকারি প্রকল্পের অধীনে মেডিক্যাল টেকনোলজিস্ট প্রয়োজন। এই পদে নিযুক্তদের দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন হাসপাতাল, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অপটোমেট্রি বিভাগে কাজ করতে হবে।
২১ থেকে ৩২ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের মেডিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও বিজ্ঞান শাখায় দ্বাদশ উত্তীর্ণ এবং মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ওই পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শূন্যপদ পাঁচটি।
প্রতি সপ্তাহে তিন দিন ন্যাশনাল হেলথ মিশন-এর আওতায় ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি দিন ১,০০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীরা শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্র, জীবনপঞ্জির মতো নথি নিয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে উপস্থিত থাকতে হবে। ২৪ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি।